যন্ত্রণার নদীতে অবগাহন করে ,
ব্যথার সাগরে ভাসত ভাসতে
তোমার ঘাটে এসে নোঙ্গর ফেলেছি প্রিয়তমা ;
ফিরিয়ে দেবে আমায় ?
বন জঙ্গল ডিঙ্গিয়ে দুর্গম গিরিপথের
শত বাঁধা পেড়িয় আমি এসেছি তোমার কাছে ,
চিনিয়েও না চেনার ভান করে প্রিয়তমা ,
ফিরিয়ে দেবে আমায় ?
দূর থেকে দেখে তোমায় ভালবেসছি ,
কাছে এসে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছি ;
একবারও কাছে ডাকবেনা প্রিয়তমা ,
ফিরিয়ে দেবে আমায় ?
কাছে যদি নাই ডাক, ভাল যদি না ই বাস ,
দূর থেকে ইশারায় কেন ডেকেছিলে ?
আমি কি ভুল করেছি ? তোমায় ভালবেসেছি ।
ফিরিয়ে দিওনা আমায় , প্রিয়তমা ?