বন্ধু তুমি কোথায় আছো , বেঁচে তো আছো ?
বহুদিন হলো তোমার কোনো খোঁজ নেই ;
তুমি নেই আমার কাছে , নেই ফেইস বুকে ,
ইমেইল, ভাইবার, ইমু তেও যে তুমি নেই ।
ইউটিউব, টুইটার, ইয়াহু, গুগুলে সার্চ করেছি
কোথাও তুমি নেই ,নেই কোন ব্রেকিং নিউজে ,
হন্যে হয়ে খুঁজছি তোমায় শপিংমলে অফিস পাড়ায়
পাড়া মহল্লায় কোথাও তোমায় পাইনা খুঁজে ।
আজ জীবনের পড়ন্ত বিকেলে অনুভব করছি আমি
দরকার খুব দরকার এখন তোমাকে আমার,
জানি তুমি বলতে পারো, 'এতকাল কোথায় ছিলে
এখন আর কিছু বাকি নেই তোমাকে দেয়ার ।'
দেনা পাওনার হিসেব করিনা আর, বিবর্ণ সব প্রত্যাশা ;
ভোরের স্নিগ্ধতায় এসে মধ্যাহ্নে হারিয়ে গেলে ,
বড্ডো অভিমানী তুমি , ভুল বুঝে কষ্ট পেয়ে তাই
অজানা গন্তব্যে নিজেকে ভাসিয়ে দিয়েছিলে ।
তারপর অনেকটা সময় কেটেছে আমার নিঃসঙ্গতায়
পরে যে এসেছে কাছে তার স্মৃতিও ধূলিমলিন ,
বিরহ যন্ত্রনা আর নির্জনে একাকিত্বের সুতীব্র বেদনায়
ক্ষত বিক্ষত হৃদয় আমার, দুর্বিসহ হয়েছে জীবন ।
জীবনের সবটুকু ক্ষত মুছে যাবে ,বন্ধু তুমি ফিরে এলে ,
ভুলে সব অভিমান ফিরে এসো বন্ধু আমার  ;
জানি কষ্ট হবে তাও ভুলে সব দুঃখ স্মৃতি, ফিরে এসো
ডিজিটাল পথে রিফ্রেশ করে হার্ট ডিস্ক আমার ।