ফোরাত তীরে আজও শুনি হাহাকার ,
কারবলার প্রান্তরে ওঠে আহাজারী ,
শিশু আসগর কাঁদে দীর্ঘশ্বাস ছাড়ি ;
শত্রু তীরে হল তার জীবন সংহার ।
রক্তের নহর বয় ফোরাতের তীরে ,
শত্রুর শিবিরে চলে উন্মত্ত উৎসব ,
ময়দান জুড়ে চলে নির্মম তান্ডব ;
যুদ্ধে যে যায় আসেনা কেউ তারা ফিরে ।


রাখতে শান্তির ধর্ম ইসলামের মান ,
ইমাম হোসাইনকে দিতে হল প্রাণ ;
ইয়াজিদের সেনানী সীমারের হাতে ,
খিলাফতের বিরোধী এই অজুহাতে ।
জীবনে কত প্রবঞ্চনা কত প্রলোভন ,
টলাতে পারেনি কেউ ইমামের মন ।