খোকাখুকু আয়রে সবাই
ফুলের বনে খেলতে,
প্রজাপতিরা উড়ে এলো
রঙিন ডানা মেলতে ।
গোলাপ জবা জুঁই শেফালী
ফুটেছে কত শত ফুল ,
শিমুল পলাশ কনকচাপা
চম্পা চামেলী বকুল ।
হাস্নাহেনার গন্ধে বিভোর
হবে খোকাখুকুর দল,
বনের ধারে দিঘীর জলে
ফুটে কত পদ্ম শতদল ।
কৃষ্ণচূড়ায় রাঙবে এ বন
হলুদ গাঁধায় হাসবে,
ঝিঙেফুল আর ঝুমকোলতা
হাওয়ায় দুলে নাচবে ।
সন্ধামালতী মাধবীলতা
কত যে নামের বাহার,
অলিরা তাই ফুলের সনে
প্রেম করে বারবার ।
শিউলী ফুলের গাথবে মালা
খোকাখুকুর ইচ্ছা ,
কদমফুলে নয় রজনীগন্ধার
জানাবে শুভেচ্ছা ।