গহীন অরণ্যে আমি প্রশান্তি খুজে বেড়াই ,
চারধারে পুস্প পল্লবে ভরা বনানী ।
সু উচ্চ বৃক্ষের সারি , মাঝখানে ফাকা ;
নিচে সবুজ ঘাসের বিছানা ; উপরে নীল আকাশ ।
দু হাতের তালুতে মাথা রেখে , চিৎ হয়ে শুয়ে
আকাশপানে চেয়ে থাকি, আর ভাবতে থাকি-
পৃথিবীতে মানুষ হয়ে আসলাম কেন ?
মানুষ হয়েই যখন এলাম,
ট্রাম্প হয়ে জন্মালাম না কেন ?
বিলগেটস হলেও মন্দ হতো না ,
আইনস্টাইন হলেও ভাবতে পরতাম-
মানুষের পতন কেন হয় ?
চেয়েছিলাম হবো ডাক্তার হয়েছি কবি ,
অক্ষর আর পংতিমালায় সাজিয়ে কবিতা লেখি ;
গদ্য না পদ্য লিখছি নিজেই বুঝিনা ,
তবু আমি কবি !
কারন আমি ভাবতে জানি ,
ভালবাসতে জানি ,
মিথ্যে আশায় বুক বাঁধতে জানি ;
কিটস মিল্টন রবীন্দ্রনাথ নজরুল হওয়ার ,
স্বপ্ন দেখতে জানি ,
কল্পনায় নিজেকে শেকসপিয়ার মনে হয় ;
কি হাস্যকর কল্পনা ! হাসতেই পার তোমরা ,
তবুও আমার কল্পনার জাল ছিড়বেনা ,
ভাবনাও শেষ হবেনা ।
গহীন অরন্যে ঘুরে বেড়াই ,
নির্জনতায় নিজের স্বরূপ দেখার চেষ্টা করি ;
দেখি ছয় রিপুর তাড়নায় ক্ষতবিক্ষত আমি ,
ব্যর্থতা হতাশা বেদনা সব আজ একাকার ,
ভাবনা গুলোও এলোমেলো ;
তারপর গহীন অরণ্যে যাই
খোলা আকাশ পানে চেয়ে থাকি আর
কবিতা তোমার দেখা পাই
তোমার মাঝেই নিলাম ঠাই ।