গরীব দুঃখী প্রতিবেশীর
ক্ষুধায় কষ্ট হয়,
নুন আনতে পান্তা ফুরায়
কান্না তাদের পায়।
কান্না ভুলে হাসি মুখে
মোদের বাড়ী এসো,
ক্ষুধা পেলে অন্ন দেব
পাত পেড়ে বসো।
মোদেরও চাল বাড়ন্ত
করতে হবে ঋণ,
তবু মোরা মিলে মিশে
কাটিয়ে দেব দিন।
ধনী যারা বিত্তশালী
নিজের কাজে ন‍্যস্ত,
গরীবের দুঃখ দেখে
হয়না কভু ব‍্যস্ত।