দুনিয়াটা এক গোলক ধাঁধা ,
জীবনটা নয় শুধু ছকে বাঁধা ;
বেঁচে থাকায়ও অনেক বাঁধা ,
বাঁচতে হেথায় লাগে মেধা ।


জগতে মানুষ সৃষ্টির সেরা ,
মেধার জোরেই শ্রেষ্ঠ তারা ;
সহজ সরল আর দুর্বল যারা ,
জগতে তারা হলো সর্বহারা ।


কেউ বলে আছি অনেক ভাল ,
দুঃখে কষ্টে কেউ অতিষ্ঠ হলো ;
কারও কর্মে দুঃখ নেমে এলো ,
কেউবা ছড়ায় কৃর্তীর আলো ।


কারও জন্য এ সুখের ভূবন ,
কারও আবার বিচিত্র জীবন ;
ঘটে যদি জীবনে ছন্দপতন ,
হঠাৎ করেই আসবে মরন ।