গোপন অভিসারে  যেওনা, ওগো ষোড়শী নারী ;
যেওনা হে যুবতি আত্মীয় পরিজন ছাড়ি ।
কি আছে তোমার চাওয়ার , কি আছে অপূর্ণতা ?
সব পাবে লোকালয়ে ,খুজোনা আর নির্জণতা !
কার ও ছোঁয়ায় অঙ্গে যদি জাগে শিহড়ণ ,
প্রেমের বাঁধনে বেঁধে তারে রাখো আমরণ ।
সত্যিকারে মন দিও তারে , করনা আবার ছলনা ,
ভুল বুঝে আর তারে তুমি দূরে ঠেলে দিওনা ।
লোকালয়ে থাক এখানেই কর মন দেয়া নেয়া ,
প্রেমের ফাদে পড়োনা , থামাও নির্জণে যাওয়া ;
ওখানে কত হিংস্র দানব থাকতে পারে হে সুন্দরী ,
গোপন অভিসারে আর যেওনা, ওগো রূপসী নারী ।