খোকার চোখে ঘুম আসেনা
দূর হলনা ক্লান্তি,
বন্ধুরা সব দূরে দূরে
মনেতে নাই শান্তি।
ঘুম পরীদের আনাগোনা
দেখছে চারিধারে,
ঘুম তবু যে দেয়না ধরা
কোথায় পাবে তারে?
আয়রে আয় চাঁদের বুড়ি
ঘুম দিয়ে যা চোখে,
ঘুম না এলে খোকার চোখে
নিশি কাটবে দুঃখে।
বিরহে তার কাটছে সময়
আসছেনা তাই ঘুম,
ঘুম আসবে জানি পেলে
মায়ের ঠোঁটের চুম।