মানুষের মন সে তো বড়ই বিচিত্র,
সেই মনে সদা আঁকা হয় নানা চিত্র ;
কত  স্নেহ মায়া কত প্রেম ভালবাসা,
বাসা বাঁধে হৃদয়ের কোনে স্বপ্ন আশা।
মানুষ ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে,
গুপ্তধনের সন্ধানে যায় দেশ ছেড়ে ;
ভাগ‍্যের চাকা ঘুরাবে পেয়ে গুপ্তধন,
সেই আশাতে মানুষ থাকে সারাক্ষণ।


অর্থ কড়ি প্রতিপত্তি ক্ষমতার দন্ড,
সব পেতে মানুষেরা সাজে কত ভন্ড;
মায়ের বুকে বাবার স্নেহে আছে কত
গুপ্তধন, যে বোঝে সে খোঁজে অবিরত।
দেশের মাটিতে ফলে সোনা রাশি রাশি,
মাটিই যে গুপ্তধন, তারে ভালবাসি।