প্রাণ খুলে যে মানুষ হাসতে জানে
মনটি যে তার থাকে সদা পরিষ্কার ,
সরল পথে চলার সব শর্ত মানে
কুটিলতা বোঝেনা সে নেই অহংকার ।


বাবার হাসিতে থাকে রহস্যময়তা ,
মায়ের মুখের হাসি বড্ড অবিনাশী ;
ভাই বোন হাসে সদা মিশিয়ে মমতা ,
আত্মীয় পরশিদের মুখ টেপা হাসি !


ভুলে সব দুঃখ জ্বালা হাসতে যে পারে
সে ই হয় সুখী বেশী এ ভুবন মাঝে ,
এ জগতে সকলেই ভালবাসে তারে
জয় করে নেয় মন না না কথা কাজে ।


হাসি মাখা মুখে করো সব কাজ কর্ম ,
হাসির ধরন দেখে বুঝা যায় মর্ম ।



( শেক্সপিয়রীয় সনেট )