রাতের রানী হাস্নাহেনা রাতেই ফোটে সে বেশী ,
মিষ্টি সুবাস ছড়ায় সে প্রেমিক মনে শ্রেয়সী ;
সাদা রঙের হাস্নাহনা থোকায় থোকায় ফোটে ,
হাতের কাছে পেলে তারে প্রেমের আবেগ ওঠে ।
কেউ আসেনা কাছে তার প্রেমিক হৃদয় ছাড়া,
হাস্নাহেনার সুবাসেতে হৃদয় পাগলপারা ;
খোপায় পড়ে প্রিয়তমা রাখছে যতন করে ,
দিনের শেষে অবহেলা ব্যর্থ প্রেমের কহোরে ।


হাস্নাহেনার সুবাসেতে অলি করে আনাগোনা ,
গুন গুনিয়ে গান গেয়ে হৃদয়ে আঁকে আল্পনা ;
সে গান শুনে ফুলকলি লাজে মুখটি লুকায়,
ফুলের বনে হাস্নাহেনা একা কাঁদে নিরালায়।
দিনের আলো এলো বলে অভিমানে যায় ঝরে ,
দেখেছি তারে অনাদরে একেলা শুকিয়ে মরে ।