হেমন্তের ভোর সূর্যের আলো
চারদিক ভরে গেলো ,
নরম রোদের মিষ্টি পরশ
স্বস্তি  ফিরে এল ।


রাতের আকাশ মিটমিট তারা
পূর্ণ চাঁদের আলো ।
কাশফুলেরা হিমেল হাওয়ায়
হলো এলোমেলো,


নবান্নের ঐ বার্তা  নিয়ে
এলোরে আজ হেমন্ত ,
ধান কাটার ধুম পড়েছে
চাষীর গোলা ভরন্ত ।


পিঠা পুলি পায়েস খাওয়া
আসবে ঘরে জামাই ,
সবাই মিলে বসবে আসর
করবে কত মজা ই ।


বাড়ীর পাশে গ্রাম্য মেলা
থাকে সেথা  নানা খেলা,
জোলা গুড়ের মুরির মোয়া
চড়তে হবে নাগরদোলা  ।


বাগান জুড়ে ফুটেছে ফুল
গোলাপ জবা গন্ধরাজ,
প্রজাপতির রঙিন ডানায়
ঋতুরানী এলো আজ ।