আর যাই হও তুমি হিংসুক হইয়োনা,
হিংসা করে সেই জন যে কুৎসা রটায় ;
প্রতিহিংসার আগুনে অন্তর জ্বালিওনা,
বন্ধুত্বে ফাটল ধরে দ্বিমুখী হিংসায়।
হিংসার কারণে করে পড়শির ক্ষতি,
পশুর চেয়ে অধম হিংসুটে মানুষ ;
হিংসা বাড়ায় বিদ্বেষ বিদ‍্যুতের গতি,
শত আঘাতেও তার ফেরেনাতো হুশ।

হিংসুক মানুষ গুলো দেখে নিজ স্বার্থ,
আনন্দে উল্লাস করে অন‍্যের ক্ষতিতে ;
হিংসা দিয়ে ভাল কাজ করে দেয় ব‍্যর্থ,
প্রতিহিংসা জেগে ওঠে ঝড়ের গতিতে।
হিংসা জাগায় জিঘাংসা বৈরিতা বাড়ায়,
ভুল বুঝে প্রিয়জন দূরে সরে যায়।