ভাবনাগুলো এলোমেলো কোনো কথাই শুনছে না,
সত্য মিথ্যার এই জগতে কোনো হিসাবই মিলছে না;
কারও আছে অঢেল টাকা তবু তার আরও টাকা চাই ,
কারোর আবার অভাব থেকে মুক্তির উপায় নাই ।


বেশী যাদের আছে তারা আরও বেশী বেশী চায়,
খাবার বেলায়ও খুব  হিসেবী  চেটেপুটে  খায়;
ভয়ডর আর লজ্জাশরম কিছুই তাদের নেই .
অন্যের ঘুম হারাম করে তারা নাচে দেইদেই ।


ভাবছি আমি কেমন করে হিসাবখানা  মিলাই !
মিথ্যার উপর সত্যের জয় কেমন করে পাই ?
কেমন করে মিটবে ক্ষুধা তাদের,  খাদক যারা !
কেমন করে ঘুচবে অভাব ওদের,  যারা সর্বহারা ?