অনেক দিন হলো আমি সূর্যোদয় দেখিনা,
দেখিনা লাল সূর্যের আভা কি করে আছরে পড়ে;
শিশিরভেজা সবুঝ ঘাসের ডগায় মুক্তো দানার মত ।
অনেক দিন হলো আমি খোলা আকাশ দেখিনা,
দেখিনা নীল আকাশে দলবেধে পাখিদের উড়তে ;
ডানা মেলে ওরা ঘুরে বেড়ায় দেশেদেশে যাযাবরের মত ।
আমি কেন পারিনা পাখীদের মত ডানা মেলে উড়তে ?
পথে নামা নিষেধ কেন আমার, কথা বলাও বারন কেন ?
ইচ্ছে করে জুলুমের এই প্রাচীর ভেঙ্গে পালাই ।
অনেক দিন হলো রাতে আমার ঘুম হয়না
রাত যত গভীর হয় একটা ভয়ঙ্কর আক্রোশ দানা বাঁধে
ছটফট করি আমি ;ইচ্ছে হয় আগুন জ্বালাই ।