যদি আগুন জ্বলে জ্বলুক না
বাড়ুক তাপদাহ,
কেউ যদি বিদ্রোহ করতে চায়
হোক না বিদ্রোহ।
জীবন আজ দুর্বিসহ যন্ত্রণায়
ছট ফট করছে,
চারিদিকে দুর্নীতি দুঃশাসনে মানুষ
হতাশায় ধুকছে।
বিবেক আজ শুধু আত্ম অহংকারে
অট্টহাসি হাসছে,
মানবতা মূল‍্যবোধ বিসর্জনের
সরোবরে ভাসছে।
একটা ভুবন একটাই জীবন
তাকে বদলাতে চাও,
তবে কেউ যদি আগুন জ্বালায়
কেন এত ভয় পাও?