গোধূলি লগনে আজ বাজে বিরহ লহরী,
অকস্মাৎ প্রেমের তরঙ্গে আসে জলোচ্ছ্বাস ;
মন বলে থামাও তাহারে কে আছো প্রহরী,
ধুয়ে মুছে নিয়ে যায় যদি সব দীর্ঘশ্বাস।
গোধূলি লগ্ন রবে না আর বিরহ বিধুর,
কত প্রতীক্ষা কত উচ্ছ্বাস হৃদয়ে জাগে ;
মিলন বাসরে থেমে যাবে বেদনার সুর,
কখন এসে ভালবাসবে প্রিয়া অনুরাগে।


আর নয় বিরহ যন্ত্রণা দুরে দুরে থাকা,
চকিত হরিণী সম আসে হয়ে উচাটন ;
সাঁঝের বাতি জ্বালিয়ে রেখে শুধু স্বপ্ন দেখা,
কোকিলের কুহু কুহু ডাক উতলা এ মন,


অমাবস‍্যা রাত শেষে আসে নতুন সকাল,
ভোরের আলোয় উদ্ভাসিত হয় ক্রান্তি কাল।


শেক্সপিয়রীয় রূপকল্পে
১৬ মাত্রার অক্ষরবৃত্ত