জ্যৈষ্ঠের খরতাপ রৌদ্রে অঙ্গ পুরে হয় কাল ,
জ্যৈষ্ঠের রসালো ফলমুল খেতে খুব ভাল ;
এ মাসে কখনও ওঠে ঝড় কখনও ঝড়ে বারি ,
আম কাঠালের গন্ধে ভরে যায় সারা বাড়ী ।


বন বনে ফুল ফোটে  ভ্রমর উড়ে বেড়ায় ,
কাল মেঘেরা বর্ষার আগমনী ধ্বনি শোনায় ;
আম জাম লিচু কাঠাল সবই পাকে এই মাসে ,
হিমসাগর লেংড়া আম সবাই খেতে ভালবাসে ।


বাংলাদেশে জ্যৈষ্ঠ যেন উৎসবের এক মাস ,
এ মাসেই পাওয়া যায় মজার তালের শাস ;
জ্যৈষ্ঠ মাসের জামাই আদর বাংলার প্রচীন কৃষ্টি ,
মুসলমানের দাওয়াত আর হিন্দুর জামাই ষষ্ঠী ।