বন্ধু তোমরা সবাই শোনো আমি এক যাযাবর ,
আমার নেই কোন ঠিকানা বন্ধু নেই কোন ঘর ।
প্রেমহীন জীবনে আমি ভূলেছি আপন পর ,
পথকে করেছি সাথী তাই আমি যাযাবর ।


আমি আজ মুক্ত স্বাধীন নিল আকাশের বিহঙ্গ ,
হৃদয় জুড়ে রয়েছে আমার ভলবাসার তরঙ্গ ;
সব ভূলে আজ আমি অজানার পথে চলছি ,
মিথ্যে প্রেমের বাঁধন ছিড়ে পথে পথে ঘুরছি ।


ঘর কভু বাঁধবোনা কারও জীবন সাথী হবোনা ,
প্রেমের বাঁধনে আমি বাঁধা কোথাও পড়বোনা ;
যদি পার ক্ষমা করো বন্ধু ভূল আমায় বুঝোনা ,
দূরে থেকে ভালবাসবো কাছে কভূ আসবোনা ।


বন্ধু তোমরা সবাই শোনো আমি এক যাযাবর ,
আমার নেই কোন ঠিকানা বন্ধু নেই কোন ঘর ।