জমিদারী ভাবনা
জমিদারী নেই তার, তবু আছে ঠাটবাট ,
মহাকালের সাক্ষী সে চেনে সব পথঘাট ;
চায় সে শুধু সুরা  সাকী
যতটা সময় আছে বাকি
কাটাবে সে কুঞ্জবনে বসায়ে প্রেমের হাট ।


দাদার ইচ্ছা
নেহার দাদা হাটতে পারে স্নেহার দাদা তো দৌড়ায়
প্রভার দাদা ব্যায়াম করে আমার দাদা কল্কে খায়
দাদার বয়স আশি এখন
ঘন্টা বাজবে যখন তখন
তবু দাদার প্রেম মরেনা দাদীর কাছেই থাকতে চায় ।