যদি থাকে মনে ছল চাতুরীর খেলা,
বিরহ ব‍্যথা সবার হৃদয় পোড়ায়,
দুঃখ কষ্টে জীবনের রঙ বদলায় ;
হতাশা গ্লানির মাঝে কাটে সারা বেলা।


হৃদয়ে ধারন করে হীনমন‍্যতাকে,
ভালবাসতে পারেনা সে তার প্রাণ খুলে,
কাছের মানুষ থাকবে দূরে তাকে ভুলে ;
কেমন করে লুকাবে তার দৈন‍্যতাকে।


আকুল হৃদয়ে থাকে ব‍্যাকুলতা ভরা,
ছলা কলা ভুলে প্রিয়া দেয় যদি ধরা!


যতো প্রেম ততো জ্বালা সে তো জানা কথা,
তবুও মানুষ চায় ভালবাসা পেতে,
চায় প্রেমের আবেশে নিজেকে জড়াতে ;
প্রিয়ার সান্নিধ্য চায় ভুলে যেতে ব‍্যথা।