ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত মানব সকল
প্রতিহিংসার আগুন জ্বলে ধিকিধিকি ,
স্বার্থের কারনে তারা হারায় আকল
ছলনায় মন শুধু করে ঝিকিমিকি ।


চারিদিকে অকৃতজ্ঞরা করে বিচরণ
মানবিক গুনাবলী হারায় মানুষ ,
পশু প্রবৃত্তির সেথা হয় জাগরণ
শুধু আত্ম প্রবঞ্চনা, নেই কোন হুশ ।


ভোগ বিলাসে সবাই সদা থাকে মগ্ন
অনাহারী জনতার আর্ত হাহাকার,
প্রতিশোধ ভাবনায় কেটে যায় লগ্ন
সাম্য মৈত্রী প্রতিষ্ঠার রুদ্ধ সব দ্বার ।


জেগে ওঠো সর্বহারা অস্ত্র তুলে নাও
অত্যাচারীর ড্রাকুলা দাত ভেঙ্গে দাও ।