একটুখানি হাসি আর মিস্টি মধুর কথাবলা ,
বদলে দেবে জীবনটাক সহজ হবে পথচলা ;
জীবন মানে যুদ্ধ যাওয়া বেঁচে থাকার লড়াই ,
লক্ষ্য শুধু একটাই ভালভাবে বাঁচতে চাই ।
আমরা মানুষ স্বেচ্ছাচারী ভুলে যাই মনুষত্ব ,
স্বার্থ আর নিজেকে নিয়ে থাকি সদা ব্যস্থ ;
মানুষ যখন শুধু নিজের ভাল নিয়েই ভাবে ,
ছয় রিপুর তাড়নায় তার অন্তর জ্বলে যাবে ।
শুরু হয় হিংসা বিদ্বেষ দ্বন্ধ সংঘাত বৈরিতা ,
ভূলে যায় মানুষ আপন পর বাড়ে শত্রুতা ;
জীবন মানে শুধু ছুটে চলা আগামীর পথে ,
বাধা-বিপত্তি, প্রতিকূলতা থাকে তার সাথে ।
সব বাধার প্রাচীর ভেঙ্গে মানুষ এগিয়ে যায় ,
যে পারেনা তার জীবনে নেমে আসে ক্ষয় ;
নারী পুরুষ সবাই মানুষ সৃষ্টির সেরা সৃষ্টি ,
জীবন মধুময় যদি না পড়ে ইবলীশের দৃষ্টি ।