আমি বিগত কিংবা আগত মহাকাল নিয়ে ভাবিনা ,
আমি শুধু বর্তমানকে নিয়ে থাকতে চাই ;
আমার অতীত আমার কাছে মৃত ,
আমার ভবিষ্যত আমার হাতেই বন্দী ;
অনিশ্চয়তার মাঝে আমি নিজেকে জড়াতে চাই না ,
আমি শুধু বর্তমানকে নিয়ে থাকতে চাই ।


উতরোল তরঙ্গে ভেসে গেছে আমার সকল
চাওয়া পাওয়া , জন্ম থেকে অদ্যাপি
আমি শুধু সুখ পেতে চেয়েছি ,
ভালবাসার আলোকদোলায় দোল খাব ভেবেছি ,
প্রতিটা ক্ষণ স্নেহ মায়ার বন্ধনে থাকতে চেয়েছি ;
হয়নি সে প্রত্যাশা পূরণ , আজ ও আমি একা
স্পন্দনহীন এক জীবনের অপেক্ষায় প্রহর গুনছি।
আমার প্রেম তাই দুরন্ত গতিতে পার হয় সব বাধা
ভালবাসায় সিক্ত হয় ধরণীর ধুলো মাটি কাদা ।
আমি বলি হৃদয়েরে সে যেন ব্যথা না পায়
অপ্রত্যাশিত আঘাতে , প্রিয় মানুষের ছলনায় !
নিজেকে প্রবোধ দেই একদিন তো শেষ হবে এ খেলা
হারিয়ে যাবে সব প্রাণের মেলা, সেদিন
হয়তো থাকবে শুধু শূন্যতা, যার কোন সীমানা নাই।
তাই , আমি শুধু বর্তমানকে নিয়ে থাকতে চাই ।


অনেক স্বপ্ন ছিল উজ্জ্বল নক্ষত্রের মত
নিজেকে বিকশিত করবো , আমার মৃত্যুর আগে
আমি রেখে যেতে চাই কিছু পদচিহ্ন , এঁকে দিতে চাই
একখানা নকশা যার সংকেতে সহজ হবে
আগামী প্রজন্মের পথচলা । শুধু এই কথা ভেবে
আমি শুধু বর্তমানকে নিয়ে থাকতে চাই ।