ঝড় আসে থেমেও যায়,জীবনতো থেমে থাকেনা,
জীবন এক বহতা নদী পিছু ফিরে সে যায়না ;
বর্তমান অতীত হয় স্মৃতি শুধু জেগে রয় মনে,
জীবনে ব‍্যর্থতা আসে ছলনার অবাধ বিচরণে।
জীবনে রয়েছে আলো অন্ধকার ব‍্যথা বিহবলতা,
মমতার রিক্ত পাথার হেথা মিলনের ফাদ পাতা :
জীবনে আছে স্নেহ মায়া ভালবাসা প্রেম ব‍্যকুলতা,
আছে হিংসা দ্বেষ বৈরিতা না পাওয়ার আকুলতা
কাল বৈশাখি ঝড় মহাপ্লাবন কিংবা মহামারী,
জীবনে বয়ে আনে হিমশীতল মৃত‍্যুর আহাজারী ;
জীবন তবু থেমে থাকেনা কালের আবর্তে হারায়,
ফিরে আসে বিজয়ীর বেশে পৃথিবীর কুঞ্জ ছায়ায়।


15/05/2020