দেখি আমরা কত স্বপ্ন জীবন চলার পথে ,
যুগলবন্দী হয়ে কতজন চায় সুখী হতে ;
কতজন গড়ে সুখ নীড় থাকতে দোহে মিলে ,
বিচ্ছিন্ন হয়ে যায় তারা সুখ স্বপ্ন ভেঙ্গে গেলে ।


মানুষ কত স্বপ্ন দেখে প্রেম ভালবাসার ,
আশায় আশায় বুক বাঁধে তারা বার বার ;
অপেক্ষায় থাকে স্বপ্ন পূরনের প্রত্যাশায়
সবই যায় মিছে হয়ে স্বার্থের তাড়নায় ,


ক্লান্ত মানুষ অবসাধে যখনই ঘুমায় ,
হাজার স্বপ্ন ভিড় করে মনের পর্দায় ;
আসে তারা অবচেতন মনের কল্পনায় ,
ঘুম ভাঙ্গলেই তারা সব মিলিয়ে যায় ।


দিবা স্বপ্ন ? সে তো এক রঙ্গিন ফানুস ,
ভেঙ্গে যায় বার বার  হয়না তবু হুশ
তবু মানুষ স্বপ্ন দেখে, দেখবে আজীবন ,
স্বপ্ন ছাড়া যায় কি গড়া সুখের জীবন ।