অন্তরে জন্মিল বিত্ত বৈভব বাসনা
থাকি মত্ত সদা ধন সম্পদ হরণে
দিয়াছি ঢালিয়া মেধা স্বার্থের চরণে
কল্পনায় ধরা দেয় প্রেমের কামনা।


বাড়ি গাড়ি নারী নাম কামনার ধন
সকল জীবনী শক্তি করেছি প্রয়োগ
বুঝে গেছি জীবনের যোগ ও বিয়োগ
অবিরত তার লাগি করেছি সাধন।


জীবনের উচ্চাশাকে করতে পূরণ
থেকেছি ব‍্যাকুল সদা চাতকের মত
ভাবিনি ব‍্যর্থতা হানা দিতে পারে কত
প্রত‍্যাশা করেছি পাব সুখের জীবন।


এখন দেখছি সব হল পণ্ডশ্রম,
জীবন রথে চড়তে ফুরায় যে দম।


অক্ষরবৃত্ত, পর্ব- ৮+৬
অন্ত মিল-
কখখক  গঘঘগ ঙচচঙ ছছ