জীবনের পথে হাটছি,
ভোরের স্নিগ্ধ বাতাস আর ঊষার আলোয় জেগে উঠেছি,
সবুজ বনানী নির্মল আকাশ দেখে বুক ভরে দম নিয়েছি ;
প্রকৃতির দানে ভরা হে ধরিত্রী তোমায় ভালবেসেছি ;
নিজের ইচ্ছেমত গড়বো বলে তোমার কাছে এসেছি।
জীবনকে ভালবেসেছি,
জীবনের প্রথম প্রহরে মায়ের বুকে হামাগুড়ি খেয়েছি,
বাবার স্নেহে আর ভাইবোনের আদরে শৈশব কাটিয়েছি ;
কৈশোরে সাথীদের সাথে কত না খেলাধুলায় মত্ত থেকেছি,
যৌবনে প্রেম আর মতাদর্শের আবর্তে ঘুরপাক খেয়েছি।
মুক্তির পথ খুজছি,
জীবনের মাঝপথে সংসারের জটিলতায় জড়িয়ে পড়েছি,
সুখ নামের সোনার হরিণ প্রতিক্ষণ শুধু খুঁজে বেড়িয়েছি ;
মিথ‍্যে অঙ্গিকারে ছলনার প্রেমে শুধু বিরহ যন্ত্রণা পেয়েছি,
বেঁচে থাকার তাগিদে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি।
গোধুলী লগ্নে প্রত‍্যাশা,
জীবনের সকল ব‍্যর্থতার গ্লানি ধুয়ে মুছে যাক করি আশা,
বিচ্ছেদ ঠেকাতে উজার করে দিয়েছি সবটুকু ভালবাসা ;
আশায় বেঁধেছি বুক জীবনের কালমেঘ কেটে যাবে সহসা,
ভাললাগার ছন্দে ফিরবে এ জীবন এইটুকু শধু  প্রত‍্যাশা।