বাংলা বর্ষের বার মাস
তার মধ‍্যে একটি মাস,
মিষ্টি ফলের রসে ভরা
নামটি তার জ্যৈষ্ঠ মাস।


জ্যৈষ্ঠে মাসের কত ফল
আম জাম লিচু কাঠাল,
লটকা জামরুল বেল
সফেদা আনারস তাল।


জ্যৈষ্ঠ মাসের খরতাপে
রসাল ফল সব পাকে,
পাকা আমের মিষ্টি গন্ধ
সদাই নাকে লেগে থাকে ।


নিল আকাশে পাখি ওরে
হঠাৎ কাল মেঘ জমে,
নিম্নচাপে ঝড়ো হাওয়া
রিম ঝিমিয়ে বৃষ্টি নামে।


জ্যৈষ্ঠ মাসের ঝড় বৃষ্টি
মানুষের কষ্ঠ বাড়ায়,
এলে বৃষ্টি আর থামেনা
পড়ে সে আঝোর ধারায়।


ঝড় বৃষ্টি থামলে পরে
আম বাগানে সবে ছোটে,
পাকা আমের মিষ্টি স্বাধে
তৃপ্তিতে মন ভরে ওঠে।


06/06/2020