জীবনে অনেক ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছি আমি,
যন্ত্রণাকে সঙ্গী করে অনেকটা পথ পাড়ি দিয়েছি ;
ভেবেছিলাম সবকিছু ভুলে হব প্রেমের অনুগামী,
হারিয়ে স্বজন নিঃসঙ্গতাকেই সাথী করে নিয়েছি।


সুখের নদীতে ভাসমান থেকে দুঃখ বরন করেছি,
ভালবাসার কাঙ্গাল আমি বিরহ  জ্বালায় মরেছি ;
অমাবস‍্যার অন্ধকারে নিজেকে হারিয়ে খুঁজি তাই,
হঠাৎ আলোর ঝলকানিতে উদ্ভাসিত হতে চাই।।


হয়ত সেই ক্ষণ জীবনে ফিরে আসবে তখন,
বিষাদময় যন্ত্রণার ক্ষতগুলো মুছে যাবে যখন।