জ্যোৎস্না ভরা ছিল সেই সোনাঝরা রাতে
আকাশে ছিলনা মেঘ তারাদের মেলা ,
ঝিরিঝিরি হাওয়ায় তুমি ছিলে সাথে ;
চারিদিকে জোনাকিরা করেছিল খেলা ।
চাঁদের আলোয় সেই আলোকিত রাত
দিলাম খুলে আমার হৃদয় দুয়ার ,
হঠাৎ তুমি বাড়িয়ে তব দুটি হাত
আকুল হয়ে দাঁড়ালে দুয়ারে আমার ।


সেই রাতে এসেছিলে কাছাকাছি তাই
সেই ক্ষণ হয়েছিল বড় মধুময় ,
সখী তুমি কাছে এলে শিহরণ পাই
সেই ক্ষণ টুকু শুধু হয় প্রেমময়।


তুমি যে আমার ওগো শুধুই আমার ,
নেই কিছু বাকী আর তোমাকে দেয়ার ।


শেক্সপীয়রীয় সনেট