এখন আকাশ মেঘ মুক্ত ,
নীল আকাশে জ্যোতির্ময় আলো নিয়ে
প্রখর রোদের উত্তাপ ছড়িয়ে
একেলা এক নক্ষত্র তার চিরস্থায়ী অস্তিত্বের কথা
ঘোষণা করছে স্ব-গৌরবে ।
আমরা তাকে সবাই চিনি, সবাই জানি;
অনুভব করতে পারি তার শক্ত অবস্থান ,
কম বেশী সবাই তাকে ভালবাসি ;
কিন্তু তাকে স্পর্শ করার অধিকার কারও নেই ,
অথচ সে ছাড়া জীবন অন্ধকার ,
ভুবন অন্ধকার !
সৃষ্টির আদি তে সে ছিল, আজও আছে  
থাকবে অনন্তকাল ।
কখনও কালো মেঘ এসে ঢেকে দেয় তাকে ,
তার অস্তিত্ব কে করে প্রশ্নবিদ্ধ ;
কখনও রাত এসে লুকায় তাকে
নিজের অস্তিত্বের ভিতরে ।
কখনও তারে ম্লান করে দেয় ধুলি ঝড়
গাঢ় কুয়াশা নগরায়নেের পলিউশন ।
তবু সে থাকবে  
থাকবে অনন্তকাল ,
আকাশের শূন্যতায় , গ্রহ নক্ষত্রের ছায়া কিংবা
ধুলি ঝড় কুয়াশা পলিউশন সবকিছু
ভেদ করে সে জেগে উঠবে ই, বলবে  
আমি আছি, থাকবো চিরকাল ।