আষাঢ় শ্রাবণ মাস বৃষ্টি ভেজা ক্ষণ ,
ফুটেছ ফুল কদম গাছের শাখায় ,
দেখে তার অঙ্গ শোভা ভরে গেছে মন  ;
হলুদ সাদা ফুলেরা নাচছে দোলায় ।
পূর্ণ প্রস্ফুটিত তার মঞ্জরির অঙ্গ ,
সাদা হলুদে মেশানো তার বৃতি দল ;
শ্রাবণ মেঘের দিনে থাকেনা নিঃসঙ্গ,
নরম কোমল দেহ যেন ছোট বল।


রূপসী তরুর শাখে থোকায় থোকায় ,
কি অপরূপ সাজ ঐ কদম ফুলের ;
রাখে তারে প্রেমিকারা চুলের খোঁপায়,
দেখে তারে ভরে মন মুগ্ধ প্রেমিকের।


বর্ষা দিনে উচাটন মন প্রেমিকের .
মিষ্টি সুবাস ছড়ায় কদম ফুলের ।



শেক্সপিয়রীয় সনেট