বয়সটা যে বাধ না মানার
ইচ্ছেটা তার ছুটে চলার,
মনটা তার করে উরু উরু
সময়টা যে ভুল করার।


দশ বছর বয়সে যার শুরু
ঊনিশে হয় যে তার ইতি,
কিশোর বেলা উচ্ছাসে ভরা
মানেনা কোন নিয়ম নীতি।


অজানা পথে ছুটতে সে চায়
বয়সটা যে ছুটে চলার,
জানার লাগি এইতো সময়
অচেনাকে চিনে নেবার।


খেলাধুলা দস‍্যিপনায় মেতে
কিশোরকাল যায় যে কেটে,
বাবা বকেন মা ও বকেন তবু
তারা বাহির পানেই ছোটে।


কিশোর বেলা বয়োসন্ধি কাল
প্রেমের ছোঁয়া লাগে মনে,
ভালবেসে সে হয় যে উতলা
জাগে পাগল হাওয়া প্রাণে।


দেশপ্রেমের উচ্ছাসে মথিত
কিশোরবেলা উদ‍্যমে ভরা,
মানবতার আবেগ তাড়িত
কৈশোর গড়ে জীবনধারা।