বুকের ভিতর জমছে হাহাকার
প্রিয়ার চোখে দেখে তিরস্কার,
অবুঝের মত ভালবেসে গেলাম
বিনিময়ে শুধুই ছলনা পেলাম।


কৈশোরে প্রেম মন দেয়া নেয়া
ভেবেছে সে শুধুই ছেলেখেলা,
আমি তো পারিনি তারে ভুলতে
জীবনে এল বিষন্ন কালবেলা।


মৌনতাকে সম্মতি ভেবে করে ভুল,
জীবনের বাঁকে বাঁকে গুনছি মাশুল;
চিরসাথী হল অনলে গড়লে বিরহ,
প্রিয়াবিনা জীবনটা যে বড় দুর্বিসহ।