ঘন আধার আছরে পড়ে জানালায়
পথে ওড়ে ধুলো আলো নিভে যায়,
বাষ্পরুদ্ধ কণ্ঠ, থেমে যায় সব গান
কালবোশেখী ঝড়ের ঝাপটা হওয়ায় ।


হঠাৎ লন্ডভন্ড করে এলো সেই ঝড়,
লয়ে বজ্রের গর্জন আর ঘনঘোর বৃষ্টি;
ভেঙ্গেচূরে যায় সব সাজানো বাগান,
ধূয়ে মুছে নিয়ে যায় দৈন্যতা জরা ।


পুরনো ইতিহাস পাল্টে দিতে দীপ্তকন্ঠে
নতুনের জয়ধ্বনী দিয়ে এল সে ধরায়,
চারপাশের স্তব্ধতাকে চূর্ন করে নিমিসে
বিদ্রোহের অনুভব সবার হৃদয়ে জাগায় ।


কালবোশেখীর তান্ডবে হে নবীন যুবা
ভয় কেন পাও? এই তো সময় যুদ্ধ করার;
মিথ্যা আর জুলুমের শৃংখল ভাঙ্গতে হলে,
এই তো সময় ঝড়ের বেগে ছুটে চলার ।