আকাশে গুরু গম্ভীর মেঘের গর্জন
বসন্তের শেষে দেখি ঐ আকাশ জুড়ে
মেঘেরা ছুটছে যেন কোন সে সুদূরে ,
কালবৈশাখী ঝড়ের হলো আগমন ।
কালবোশেখি হাওয়ায় কাঁপে কুঞ্জবন
নীলাকাশ কাল মেঘে যায় ঢাকা পড়ে
ঝড়ো হাওয়ার সনে বৃষ্টি পড়ে ঝরে ,
ভেঙ্গে যায় কত নীড় দুঃখ অগণন ।


পথের সকল ধুলা উড়ে ঘূর্ণিপাকে ,
ঝড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টি পড়ে ;
কালবৈশাখী তাণ্ডব দেখে ভয়ে মরি
বাগানে আম্র মুকুল ঝরে পড়ে থাকে,
সদ্য বোনা ফসলের কত ক্ষতি করে ।
তবু মোরা বাঁচি এর সাথে যুদ্ধ করি ।


পেত্রার্কীয় রীতি