অপরূপ রূপ তার ফোটা কলমিলতা,
সাদার মাঝে বেগুনী রূপে চমৎকার ;
সবুজ পাতার গাছ সে যে বনলতা,
দেখতে গোলাপী সাদা রূপের বাহার।
নদীর তীরে এলেই চোখে পড়ে তারে
পথের পাশে লতানো গাছে ফোটা ফুল
পল্লী বালা ভালবেসে কানে পড়ে যারে
চিনতে তারে কারও হয়না রে ভুল।


মাইকের মত ফোটে দিনের শুরুতে,
অনেকের কাছে তাই সে মাইক ফুল ;
ভালবেসে কানে দেয় মেয়েরা পল্লীতে,
হালকা সুবাস তার রূপেতে অতুল।


মধ‍্যাহ্নে সে ঝরে পড়ে মাটিতে লুটায়,
ম্রিয়মান অঙ্গ তার কেবা তারে চায়।