লাগ্‌লে পরে রোদের আলো
হোক্‌না সে যতই কালো
ঝিলিক একটু দেবেই ,
কালো তো সে নিকশ কালো
অমাবস্যায় পায় না আলো
লুকিয়ে সে তো রবেই ।


কালো বলে সে নিজেকে লুকায়
অবহেলায় দুঃখ সে পায়
যায় সে দূর সরে ,
কালো বলে সে নয় রে অপয়া
চায় না সে কারও দয়া
আপন ভাবো তারে ।


তোমার কাছে সে থাকতে চায়
ভেবোনা তারে বড় অসহায়
দিওনা দূরে ঠেলে ,
ভালবাসে সে মন প্রাণ দিয়া
গুনে যে সে অদ্বিতিয়া
যেওনা পথে ফেলে ।