কাটালম বহুকাল ত্রিশ বসন্ত দিবানিশী ,
দুজনে একই ছাদের নিচে এক বিছানায় ;
একটা কাল গোলাপ চেয়েছিলে তুমি ,
আজও তা পারিনি এনে দিতে তোমায় ।
দিনের পর দিন পাশে থেকেছি অথচ
যা চেয়েছিলে তা পারিনি এনে দিতে ;
আঘাত করে ক্ষান্ত হওনি, আজও তুমি
পারনি আমায় একান্ত আপন করে নিতে ।
এ ব্যর্থতার গ্লাণি আমায় নিঃশ্ব করে দিল ,
হৃদয়ে রক্তক্ষরন হয় তুমি ভুল বুঝলে ;
ভালবাসার জন্য আমি সব করতে পারি ,
নিজেই কাল গোলাপ হবো তুমি চাইলে !



( একটা সময় ছিল যখন কালো গোলাপ বলতে অশুভ কিছু বোঝানো হত। মৃত্যুর প্রতীক হিসেবে কালো গোলাপকে ধরা হত। তবে এখন সাধারণত কালো গোলাপ বলতে নতুন শুরু অথবা সূচনাকে বোঝানো হয়। আপনি কাউকে নতুন শুরুর শুভকামনা জানাতে কালো গোলাপ উপহার দিতে পারেন। ধরুন আপনার কাছের কোন মানুষের সময়টা বেশ খারাপ যাচ্ছে, তাকে আপনি খারাপ সময়কে পেছনে ফেলে নতুন শুরু করতে উৎসাহী করতে পারেন কালো গোলাপ দেয়ার মাধ্যমে। আমি এই কবিতায় নতুন শুরু অথবা সূচনাকে বোঝাতে চেয়েছি  )