সত‍্য পথের কাণ্ডারী মোরা সত‍্যের পথে চলবো,
মিথ‍্যাকে করি ঘৃণা সতত তার বিরুদ্ধে লড়বো ;
যেখানে যত আছে অন‍্যায় প্রতিবাদ করবোই,
জালিমের বিরুদ্ধ আমরা অস্র হাতে তুলবোই।


চারিদিকে হায়নার ডাক শকুনের আনাগোনা,
দুর্গম পথ পেরুতে হবে জাগোরে তরুণ সেনা ;
দিকে দিকে ওঠে হাহাকার শোষণের যাঁতাকলে,
ওরে ও যৌবন নিদ্রা ছেড়ে জাগরে সদলবলে।


সম্মুখে তোর হিংস্র নেকড়ে লড়তে হবে নির্ভয়ে,
ঝন্ঝার মত ছুটতে হবে আগুনের গোলা হয়ে ;
দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে যে আমরণ,
তোষামুদী ছেড়ে পথে এসো ওগো দুরন্ত যৌবন।


রক্তের হলি খেলে দানব রক্তে ভরা কুঞ্জবন
থামাতেই হবে তারে আজ জেগে ওঠো জনগণ।