আমি আমার কষ্টের কথা বলতে চেয়েছি ,
এতকাল পারিনি তা দ্বিধা ভয় লাজে ;
বলতে যেয়ে থেমে গেছি, নিজের অক্ষমতাকে দায়ী করেছি ;
আজ আবার সেই কষ্টটা তীব্র হয়ে অন্তরে বাজে ।
কষ্ট পেয়েছি বায়ান্নর ভাষা আন্দোলনের
শহীদদের কথা ভেবে ,
কষ্ট পেয়েছি একাত্তরের ত্রিশলক্ষ শহীদ, কয়েক লক্ষ
মা বোনের সম্ভ্রম হারানোর কথা ভেবে ।
পচাত্তরে আর একবার হৃদয় ভেঙ্গে হয়েছে চৌচির ,
জাতির জনককে হারিয়ে মর্মবেদনায় হয়ছি অস্থির ।


স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন করছি আজ ,
অথচ চারপাশে শুনি হায়নার পৈশাচিক অট্টহাসি ;
একাত্তরের হানাদার নেই তবু কেন
ধর্ষিতা নারীর আর্ত চিৎকারে চোখের জলে ভাসি ?
সবকিছু আজ নষ্টদের দখলে চলে গেছে
সব উপাসনালয় আজ ভন্ডদের দখলে ,
দুর্নীতিবাজরা নিয়েছে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ
প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে সকলে ।
চারিদিকে শুধু মিথ্যাচার সততার হয়েছে নির্বাসন ,
শোষন বঞ্চনা আছে তবু মৃত্যুভয়ে স্তব্ধ জনগন ।


হয়ত একদিন ঝড় উঠবে, ভাঙ্গবে অচলায়তন ;
সেদিন হয়ত আমি থাকবো না , কষ্টগুলোও থাকবেনা ।
মুক্তির স্বাধ পাবে আমজনতা ,
আমরা যা পেলাম না ।