কথায় কথায় কথা বাড়ে মন্দ কথাও হয় ,
কটু কথায় ঝগড়া বিবাদ জাগে মনে ভয় ।
অধিক কথা বলে যে বাচাল তারে কয় ,
বেশী কথার মানুষগুলো বুদ্ধিমানতো নয় ।
কত কথা বলে ওরা কথার পিঠে কথা ,
সে সব কথা শুনে সবার করে মাথাব্যথা ।
সারাক্ষন বক বক কাজেকর্মে শুধু নয় ছয় ,
কারও কথায় কান দেয়না নিজেই শুধু কয় ।
কম কথার মানুষগুলো কাজের বেশী হয় ,
কম কথা বললে লোকের মথা ঠান্ডা রয় ।
জ্ঞানী গুনী মানুষেরা স্বলপভাষী হয় ,
অল্প কথায় তারা করে সবার হৃদয় জয় ।