কে আপন কে পর চিনবো কেমন করে!
স্বার্থের কারনে সবাই যায় দূরে সরে ;
রক্তের বাঁধন সেওতো যায় যে ছিড়ে,
স্বার্থ হানি হলে তারা টুঁটি চেপে ধরে।
বিয়ে করা বঊ সেও সব পেতে চায়,
অন‍‍্যথায় স্বামীর মাথা চিবিয়ে খায়;
জানি বিপদে পাওয়া যায় বন্ধুর পরিচয়,
স্বার্থ ফুরালে দেখি  কেউই আপন নয়।