চারপাশে চেয়ে দেখি স্বস্থি নেই কারও মনে ,
চাপা দীর্ঘশ্বাস ফেলছে সবাই গোপনে গোপনে ;
শুধু শূন্যতার হাহাকার স্বজন হারাবার বেদনায় ,
যুদ্ধ নেই তবু কেন সকলের দিন কাটে শঙ্কায় ?
গুম হয়ে যাচ্ছে কেউ, ফিরে আর আসছে না ,
রাস্তার পাশে কার লাশ, কেউ তা ভাবছে না  ;
মাদকে আসক্ত সন্তান,মায়ের চোখে ঘুম নেই ,
নির্যাতিতা নারীর চোখের জল মুছাবার কেউ নেই ।
মামলা হামলায় ওষ্ঠাগতপ্রাণ আজ প্রতিটা বাঙ্গালীর ,
ঘুষ না দিলে জামিন হয়না কোন মামলার আসামির ;
দেশজুড়ে আজ বেপরোয়া লুটপাট গোলযোগ ,
ভাল কাজে দেশে আজ নেই কারও মনোযোগ ।
কে আছ জোয়ান হও আগুয়ান, ময়দান প্রস্তুত ,
লড়াই করে দুর করো ভয়, নিজে হও শান্তির দূত ।