অমানিশার আধারে যে জ্বালাবে আলো
তারে আজও কোথাও পাইনি খুজে ,
অনাচার অবিচার রুখতে পারিনা তাই
ব্যর্থতার গ্লাণি লয়ে মরি লাজে ।


আর কত অপেক্ষা আর কত পথ চাওয়া !
আজও সে এলোনা কান্ডারী হয়ে,
অপেক্ষার প্রহর হবে কি শেষ, আসবে কি সে
সত্য ন্যায়ের পতাকা উড়িয়ে  ?


খুজি তারে, সাম্য মৈত্রী আনবে যে এ জগতে,
সকল মানুষেরে ভালবেসে;
ধনী গরীবের ভেদাভেদ আর বিদ্বেষ ভূলে,
সকলেরে বুকে টেনে নেবে সে ।


কে সে কান্ডারী ?
খুজি তারে দ্বারে দ্বারে,
অপেক্ষার প্রহর জানি শেষ হবে একদিন
খুজে পাবো তারে সকলের অন্তরে ।