সুনিল বাবু বলেছেন কেউ কথা রাখেনা
আমি বলি কেউ কথা রাখে কেউ রাখেনা
শৈশবে মা বলেছিল কেউ থাক বা না থাক
আমি আছি তোর পাশে ছেড়ে তোকে যাবনা
আজ মা নেই হঠাৎ চলে গেলেন ওপারে
আমায় বানিয়ে বোকা ,
তবু জানি যেখানেই থাকুক মা দোয়া করে
বলবে নিশ্চই ভাল থাকিস খোকা ।
কৈশোরে এক বন্ধু বলেছিল আমি আছি তোর পাশে
থাকবো ছায়া হয়ে ,
সেই বন্ধু এখন নিখোজ শুনেছি সে এখন প্রবাসে
আছে সে বিত্ত বৈভব নিয়ে ।
আমার সাথে থাকা দুঃসময়ের স্মৃতি এখন আর
তার মনে পড়েনা ,
যৌবনে যে বলেছিল ভালবাসি তার সে ভালবাসায়
যতটা ছিল প্রেম তার চেয়ে বেশী ছিল ছলনা ।
কর্মজীবনে সহকর্মীর  ভালবাসা যেমন পেয়েছি
পেয়েছি ঈর্ষা অবহেলা
এই তো জীবন এইতো জীবনের খেলা
তেতত্রিশ বছর কাটিয়ে দিলাম একই পান্থশালায়
কত স্মৃতি হাসি কান্নার সহজে কি ভোলা যায়
আজ বিদায়ের ক্ষণ এসেছে সবার কাছে দোয়া চাই
বাকি জীবন মানব কল্যানে আল্লাহর পথে থাকতে চাই।


*************************


আজ আমার চাকরী জীবনের শেষ কর্মদিবস ৩২ বছর ৩৫৮ দিন চাকুরীর আজ শেষ
কর্ম দিবস যদিও ৩ রা মে পর্যন্ত আমার চাকুরীর মেয়াদ আছে কিন্তু ঈদের ছুটির কারনে আমার শেষ কর্মদিবস আজ ।এই দিনে আসরের সকলের কাছে দোয়া কামনা করছি যাতে বাকী জীবন সুস্থ থেকে মানুষের কল্যানে কাজ করে যেতে পারি ।