ইতিহাসের পাতায় অমর যাহারা ,
মানুষের মনে চির অম্লান তাহারা ;
হযরত উসমান তার একজন ,
ইসলামের তৃতীয় খলিফা সে জন ।
মহানুভব খলিফা দয়ার সাগর ,
ন্যায় প্রতিষ্ঠায় ছিল না আপন পর ;
তিনি ছিলেন মক্কার ধনীর সন্তান ,
ইসলামে দীক্ষা নিল দিয়ে ধন প্রাণ ।


হযরত উসমান যুন-নূরাইন ,
প্রাণ দিল প্রতিষ্ঠায় আল্লার আইন ;
কিতাবে গ্রথিত করে সে আল কোরান ,
আল্লার বাণী পেয়েছে যা সারা জাহান ।
ইসলামী ইতিহাসে তার অবদান ,
অনস্বীকার্য আজও তা জাজ্বল্যমান ।



(হযরত মুহাম্মদ (সঃ)-এর দুই মেয়েকে বিয়ে করায়
হযরত উসমান (রাঃ)-কে যুন-নূরাইন অর্থাৎ দুই নূরের
অধিকারী উপাধি দেয়া হয় )