জীবনে কিসের আশা কিসের ভরসা !
জগতময় লুকানো বিষাদ পাসরা ,
কামনা বাসনা সব রইল অধরা ;
স্নেহ প্রেম ভালবাসা ফুুরায় সহসা ।


স্মরণের অন্তরালে স্মৃতির কণিকা ,
নাড়া দিয়ে বলে শুধু বিদায় বিদায় ;
যে আপন পর হল সে অবহেলায় ,
ব্যথা লয়ে জাগে প্রাণে হয়ে সে ক্ষণিকা ।


রইবে সে আমার এ বাহুর বাঁধনেে ,
ছিল মোর এইটুকু প্রত্যাশা  জীবনে ;
বাসনা জাগেে বাঁধিয়া রাখি আলিঙ্গনে ,
পারিনি তা হারালো সে অতি সংগোপনে ।


বিরহে অনলে পোড়া সে ত্রিকালজয়ী ,
জীবনেের স্রোতধারা বড় ক্ষণস্থায়ী  ।